IQNA

ভিডিও | আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা আহযাব

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশেরর প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা আহযাবের আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:

 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴿۵۶﴾


নিশ্চয় আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরূদ প্রেরণ করেন; সুতরাং হে বিশ্বাসিগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ প্রেরণ করতে থাক এবং যথাযথভাবে সালাম করতে থাক।

 

 

 

 

captcha